অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ০১+০২+০৩⇒ বোরুজ্বযুক্ত আকাশে অঙ্গীকৃত দিবসের এবং উপস্থিত ও উপস্থাপিতের শপথ।
আয়াতঃ ০৪+০৫⇒ ইন্ধনসমন্বিত অগ্নিকুন্ডবাসিগণ মারা গিয়াছে।
আয়াতঃ ০৬⇒ যখন তাহারা (রাজা ও অনুচরগণ) তাহার নিকটে বসিয়াছিল।
আয়াতঃ ০৭⇒ এবং বিশ্বাসীদিগের প্রতি যাহারা করিতেছিল তাহারা তদ্বিষয়ে সাক্ষী ছিল।
আয়াতঃ ০৮+০৯⇒ এবং স্বর্গ ও মর্ত যাঁহার রাজত্ব সেই পরাক্রান্ত প্রশংসিত পরমেশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করা বিষয় ব্যতীত তাহাদের অপরাধ ধরিল না, এবং ঈশ্বর সর্ব বিষয়ে সাক্ষী।
আয়াতঃ ১০⇒ নিশ্চয় যাহারা বিশ্বাসী নরনারীগণকে সঙ্কটাপন্ন করিয়াছে, তৎপর অনুতাপ করে নাই, পরে তাহাদের জন্য নরকদন্ড ও তাহাদের জন্য দহন শাস্তি আছে।
আয়াতঃ ১১⇒ নিশ্চয় যাহারা বিশ্বাস স্থাপন ও সৎকর্ম সকল করিয়াছে যাহার নিম্ন দিয়া পয়ঃপ্রনালীপুঞ্জ প্রবাহিত হয় তাহাদের জন্য সেই স্বর্গোদ্যান সকল আছে, ইহাই মহা মনোরথসিদ্ধি।
আয়াতঃ ১২⇒ নিশ্চয় তোমার প্রতিপালকের আক্রমণ কঠিন।
আয়াতঃ ১৩⇒ নিশ্চয় তিনি প্রথম সৃষ্টি করেন, এবং দ্বিতীয় বার করিবেন।
আয়াতঃ ১৪⇒ এবং তিনি ক্ষমাশীল বন্ধু।
আয়াতঃ ১৫⇒ তিনি সম্মানিত উচ্চতম স্বর্গের অধিপতি।
আয়াতঃ ১৬⇒ তিনি যাহা ইচ্ছা করেন তাহার বিধায়ক।
আয়াতঃ ১৭+১৮⇒ তোমরা নিকটে কি (হে মোহম্মদ) ফেরওন ও সমুদের সেনাবৃন্দের সংবাদ পহুঁছিয়াছে?
আয়াতঃ ১৯⇒ বরং কাফেরগণ অসত্যারোপেই আছে।
আয়াতঃ ২০⇒ এবং পরমেশ্বর তাহাদের পশ্চাদ্ভাগ দিয়া আবেষ্টনকারী।
আয়াতঃ ২১+২২⇒ বরং সেই গৌরবান্বিত কোরআন (স্বর্গীয়লিপি) ফলকে সংরক্ষিত।