অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ০১⇒ তুমি কি দেখ নাই যে, তোমার প্রতিপালক গজস্বামীদিগের সম্বন্ধে কেমন আচরণ করিয়াছিলেন?
আয়াতঃ ০২⇒ তাহাদের চক্রান্তে তিনি কি বিফলতার মধ্যে স্থাপন করেন নাই?
আয়াতঃ ০৩⇒ এবং তিনি তাহাদের প্রতি দলে দলে বিহঙ্গ প্রেরণ করিয়াছিলেন।
আয়াতঃ ০৪⇒ (সেই পক্ষিসৈন্য) তাহাদের প্রতি কর্দমজাত (ক্ষুদ্র) প্রস্তর নিক্ষেপ করিতেছিল।
আয়াতঃ ০৫⇒ পরে তাহাদিগকে (পশু) ভক্ষিত শস্য ক্ষেত্রের ন্যায় করিয়াছিল।