অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ০১⇒ আঘাতকারী (কেয়ামত)।
আয়াতঃ ০২⇒ আঘাতকারী কি?
আয়াতঃ ০৩⇒ এবং কিসে তোমাকে জানাইয়াছে যে, আঘাতকারী কি হয়?
আয়াতঃ ০৪⇒ যে দিবস মানবমণ্ডলী বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হইয়া যাইবে।
আয়াতঃ ০৫⇒ এবং পর্বতশ্রেণী ধূনিত পশুরোম সদৃশ হইবে।
আয়াতঃ ০৬+০৭⇒ অনন্তর কিন্তু যে ব্যক্তির নিক্তি ভার হইবে, পরে সে সন্তোষের জীবনে থাকিবে।
আয়াতঃ ০৮+০৯⇒ এবং কিন্তু যে ব্যক্তির নিক্তি হালকা হইবে, পরে তাহার অবস্থানভূমি হাওয়িয়া হইবে।
আয়াতঃ ১০⇒ কিসে তোমাকে জানাইয়াছে হাওয়িয়া কি?
আয়াতঃ ১১⇒ তাহা প্রজ্বলিত হুতাশন।