সূরাঃ এখলাস অবতীর্ণঃ মক্কা আয়াতঃ ০১⇒ তুমি বল, (হে মোহম্মদ) তিনি একমাত্র ঈশ্বর। আয়াতঃ ০২⇒ নিষ্কাম ঈশ্বর। আয়াতঃ ০৩⇒ তিনি জাত নহেন ও জন্মদানও করেন নাই। আয়াতঃ ০৪⇒ এবং তাঁহার তুল্য কোন ব্যক্তি নাই।