অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ০১⇒ তুমি স্বীয় মহোচ্চ প্রতিপালকের নামের স্তব কর।
আয়াতঃ ০২⇒ যিনি সৃষ্টি করিয়াছেন, পরে সংগঠিত করিয়াছেন।
আয়াতঃ ০৩⇒ এবং যিনি নিয়মিত করিয়াছেন, অবশেষে পথ প্রদর্শন করিয়াছেন।
আয়াতঃ ০৪⇒ এবং যিনি শষ্প সমুদ্ভেদ করিয়াছেন।
আয়াতঃ ০৫⇒ পরে তাহাকে শুষ্ক ও মলিন করিয়াছে।
আয়াতঃ ০৬+০৭⇒ অচিরে আমি তোমাকে (হে মোহম্মদ) পড়াইব, পরিশেষে ঈশ্বর যাহা ইচ্ছা করেন তদ্বতীত বিস্মৃত হইবে না, নিশ্চয় তিনি ব্যক্ত ও যাহা অব্যক্ত আছে জ্ঞাত আছেন।
আয়াতঃ ০৮⇒ এবং সহজ (ধর্মবিধির) জন্য তোমাকে আমি সাহায্য দান করিব।
আয়াতঃ ০৯⇒ অনন্তর যদি কোরআনের উপদেশ ফলপদায়ক হয় তবে উপদেশ দান করিতে থাক।
আয়াতঃ ১০⇒ যে ব্যক্তি ভয় পায় সে অচিরে উপদেশ গ্রহণ করিবে।
আয়াতঃ ১১+১২⇒ এবং সে-ই একান্ত হতভাগ্য যে মহানলে উপস্থিত হইবে, তাহা হইতে (সেই উপদেশ হইতে) দূরে থাকিবে।
আয়াতঃ ১৩⇒ তৎপর সে তন্মধ্যে মরিবে না ও বাঁচিবে না।
আয়াতঃ ১৪⇒ সত্যই যে ব্যক্তি শুদ্ধ হইয়াছে সে মুক্তি পাইয়াছে।
আয়াতঃ ১৫⇒ এবং সে স্বীয় প্রতিপালকের নাম আবৃত্তি করিয়াছে, অনন্তর উপাসনা করিয়াছে।
আয়াতঃ ১৬⇒ বরং (হে হতভাগ্য লোক সকল) সাংসারিক জীবন তোমরা অধিকার করিতেছ।
আয়াতঃ ১৭⇒ এবং পরলোক উৎকৃষ্ট ও সমধিক স্থায়ী। আয়াতঃ ১৮+১৯⇒ নিশ্চয় ইহা পূর্বতন গ্রন্থ সকলে- এব্রাহিম ও মুসার গ্রন্থে (লিখিত আছে)।