অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ০১⇒ যিনি সৃষ্টি করিয়াছেন সেই তোমার প্রতিপালকের নামের প্রসাদে তুমি পাঠ কর।
আয়াতঃ ০২⇒ তিনি মনুষ্যকে ঘনীভূত শোণিতযোগে সৃজন করিয়াছেন।
আয়াতঃ ০৩+০৪⇒ পাঠ কর, এবং যিনি লেখনী যোগে (লিখিতে) শিক্ষা দিয়াছেন তোমার সেই প্রতিপালক মহাগৌরবান্বিত।
আয়াতঃ ০৫⇒ মনুষ্যকে তাহা শিক্ষা দান করিয়াছেন, যাহা সে জানিত না।
আয়াতঃ ০৬+০৭⇒ না, না, নিশ্চয় মনুষ্য আপনাকে সম্পন্ন দেখিলে ঔদ্ধত্য করিয়া থাকে।
আয়াতঃ ০৮⇒ নিশ্চয় তোমার প্রতিপালকের দিকে প্রতিগমন।
আয়াতঃ ০৯+১০⇒ উপাসনাকালে দাসকে যে নিবারণ করে তাহাকে তুমি কি দেখিয়াছ?
আয়াতঃ ১১+১২⇒ দেখিয়াছ কি তুমি সে যদি সৎপথে থাকে অথবা ধর্মবিষয়ে আদেশ করে।
আয়াতঃ ১৩⇒ দেখিয়াছ কি তুমি যদি অসত্যারোপ করে ও ফিরিয়া যায়।
আয়াতঃ ১৪⇒ তিনি কি (তাহা) জানেন নাই? যেহেতু ঈশ্বর দেখিয়া থাকেন।
আয়াতঃ ১৫⇒ না না, যদি নিবৃত্ত না হয় তবে আমি অবশ্য (তাহার ললাটের কেশ) টানিয়া ধরিব।
আয়াতঃ ১৬⇒ সেই পাপী মিথ্যাবাদীর ললাট।
আয়াতঃ ১৭⇒ অনন্তর উচিত যে, সে আপন পরিষদদিগকে ডাকে।
আয়াতঃ ১৮⇒ সত্বর আমি নরকের দ্বারবানদিগকে ডাকিব।
আয়াতঃ ১৯⇒ না না, তুমি তাহার অনুগত হইও না, এবং (ঈশ্বরকে) প্রণাম কর ও (তাঁহার) সান্নিধ্যবর্তী হও।