গাজী মোস্তাফিজুর রহমান
দেবতার পায়ে কোরান রাখিলে যে অন্যায় হয়,
তাহার জবাব লাঠিতে নয় কোরান খুলিয়াই দিতে হয়।
কোরান যে মানবজাতির কল্যানে তাহা তাহাদের বুঝিতে দিয়াছো কভু,
তুমি যাকে ডাকিছো তাঁহাদেরও তিনিই প্রভু।
তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে ইচ্ছা জাগিবে খুলিবে কোরান খুলিবে বাইবেল গীতা,
জানিবে অতঃপর মানুষই উত্তম নহে কোন কিতাব কিংবা দেবতা।
মানুষের চেয়ে উত্তম কি আছে কিছু জগতে,
তাহাদের ভুতে পাইয়াছে তোমাকে পাইয়াছে অধর্মে।
মর্মে মানুষ কর্মে মানুষ মানুষ ব্রক্ষ্মমূলে,
মন্দির মসজিদ পূজিছো আজিকে এই মানুষেরে দুরে ফেলে।
কোথায় শিখেছো এমন ধর্ম কর্মের ছল চাতুরী কাজ,
ঘৃণা করো মানুষ, জাতি গোত্রের দোহাই টেনে করেনিকো এতটুকু লাজ।
দেখ চন্দ্র সূর্য বাতাস পুষ্প সকলের তরে সমাসীন,
জাত ধর্ম তুচ্ছ হেথায় হে মানুষ উদাসীন।